Warning: "continue" targeting switch is equivalent to "break" in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/module/journal2_side_products.php on line 109Warning: "continue" targeting switch is equivalent to "break" in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/module/journal2_side_products.php on line 114Warning: "continue" targeting switch is equivalent to "break" in /home/biomedcom/public_html/pharmacy/catalog/model/journal2/menu.php on line 54Warning: "continue" targeting switch is equivalent to "break" in /home/biomedcom/public_html/pharmacy/catalog/model/journal2/menu.php on line 59Warning: "continue" targeting switch is equivalent to "break" in /home/biomedcom/public_html/pharmacy/catalog/model/journal2/menu.php on line 64Warning: "continue" targeting switch is equivalent to "break" in /home/biomedcom/public_html/pharmacy/catalog/model/journal2/menu.php on line 69Warning: "continue" targeting switch is equivalent to "break" in /home/biomedcom/public_html/pharmacy/catalog/model/journal2/menu.php on line 94Warning: "continue" targeting switch is equivalent to "break" in /home/biomedcom/public_html/pharmacy/catalog/model/journal2/menu.php on line 99Unknown: Required parameter $featured_module_id follows optional parameter $limit in /home/biomedcom/public_html/pharmacy/catalog/model/journal2/product.php on line 146Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 251Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 256Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 606Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 612Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 618Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 624Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 657Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 663Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 724Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 858Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 891Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 957Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 1077Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 1084Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 1091Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 1098Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 1131Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/biomedcom/public_html/pharmacy/catalog/controller/journal2/menu.php on line 1138Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9Warning: Undefined variable $expire in /home/biomedcom/public_html/pharmacy/system/library/template.php on line 9 আইবিএস একটি অস্বস্তিকর পেটের পীড়া

আইবিএস একটি অস্বস্তিকর পেটের পীড়া

Posted by Biomed Admin 17/12/2016 0 Comment(s)

ইংরেজি পরিভাষায় পেটের পীড়া আইবিএস হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। ইংরেজিতে সিনড্রোম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে একটি রোগের বিভিন্ন উপসর্গ বা লক্ষণের সমষ্টি। তাই আইবিএসকে পেটের কয়েকটি উপসর্গ বা লক্ষণের সমন্বয়ে সংজ্ঞা হিসেবে ধরা হয়। এ রোগে পেট অধিকতর স্পর্শকাতর হয় বলে স্বাভাবিকের চেয়ে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে।

পাশ্চাত্য দেশে প্রতি ১০ জনে অন্তত একজন মানুষ এ রোগে তার জীবদ্দশায় আক্রান্ত হয়ে থাকে। নাটোরের একটি গ্রামে সমীক্ষা চালিয়ে দেখা গেছে, প্রতি ১০০ জন পুরুষে ২০ দশমিক ৬ জন এবং ১০০ জন নারীর মধ্যে ২৭ দশমিক ৭ জন এ রোগে আক্রান্ত হন।

আইবিএস কেন হয়?

আজ পর্যন্ত এ রোগের প্রকৃত কারণ জানা যায়নি। অনেক কারণে এ রোগ হয় বলে চিকিৎসার অন্তর্নিহিত কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কেবল উপসর্গের চিকিৎসা দিয়ে রোগীকে ভালো রাখার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন কারণের মধ্যে খাদ্যনালির অতি সংবেদনশীলতা, পরিপাকতন্ত্রের নাড়াচাড়ার অস্বাভাবিকতা বা অন্ত্র থেকে মস্তিষ্কে পাঠানো বার্তায় ত্রুটির কারণে আইবিএসের লক্ষণগুলো দেখা দেয়। এ ছাড়া স্নায়ুর চাপ এবং দুশ্চিন্তা, খাদ্যাভ্যাস, অন্ত্রের প্রদাহ এবং সংক্রমণ, হরমোন (নারীদের মাসিকচক্রের সঙ্গে), মাদক গ্রহণ, বংশগত কারণ, পেটের যেকোনো অপারেশন ও দীর্ঘকাল ধরে অ্যান্টিবায়োটিক সেবনের কারণে আইবিএসের সমস্যাকে বাড়িয়ে দেয়।

উপসর্গঃ

পেটব্যথা, পেটফাঁপা, পায়খানার সঙ্গে আম যাওয়া, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের সমন্বয় ইত্যাদি। কোনো রোগীকে আইবিএস হিসেবে শনাক্ত করতে হলে এ লক্ষণগুলোতে অন্তত দুটি লক্ষণ তিন মাস পর্যন্ত উপস্থিত থাকতে হবে।

এ ছাড়া অন্য যেসব লক্ষণ থাকতে পারে, সেগুলো হলো—পেটে অত্যধিক গ্যাস, পেটে অত্যধিক শব্দ, বুক জ্বালা, বদহজম, পায়খানা সম্পূর্ণ না হওয়া, পেটে ব্যথা হলে টয়লেটে যাওয়ার খুব তাড়া, পেটব্যথা হলে পাতলা পায়খানা হওয়া, শারীরিক অবসাদ ও দুর্বলতা, মাথাব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘন ঘন প্রস্রাবের বেগ, নারীদের ক্ষেত্রে মাসিক চলাকালীন কিংবা মিলনের সময় ব্যথা।

কিন্তু যদি পায়খানার সঙ্গে রক্ত পড়ে, শরীরের ওজন কমে যায় এবং হঠাৎ পায়খানার ঘনত্বের পরিমাণ কমে যায়, তবে এগুলো অন্য কোনো রোগের এমনকি কোলোরেকটাল ক্যানসারের উপসর্গও নির্দেশ করে। এ অবস্থায় অতিসত্বর কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হতে হবে।

রোগ নির্ণয়ঃ

এ রোগ সাধারণত উপসর্গের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়। রোগীর বয়স ও সুনির্দিষ্ট লক্ষণের ওপর নির্ভর করে এক বা একাধিক পরীক্ষার প্রয়োজন হয়। ৪০ বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে লক্ষণের ওপর নির্ভর করে রোগ শনাক্ত করা যায়। বয়স ৪০ বছরের ওপরে হলে কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে। তবে আইবিএস রোগীর ক্ষেত্রে এসব পরীক্ষার ফলাফল স্বাভাবিক থাকবে। পরীক্ষাগুলো হলো—
১। রক্ত পরীক্ষা
২। মল পরীক্ষা
৩। পেটের এক্স-রে
৪। বেরিয়াম এনেমা
৫। প্রক্টোসিগময়ডোস্কপি/কোলোনোস্কপি

চিকিৎসাঃ

আইবিএস ঝুঁকিপূর্ণ রোগ নয়, সংক্রামক রোগও নয়, এমনকি বংশগত রোগও নয়। এ রোগ অন্ত্রের ক্যানসার কিংবা অন্য কোনো ক্যানসারের কারণ নয়, এ কথাগুলো রোগীর চিকিৎসা শুরুর আগে রোগীকে ভালো করে বুঝতে হবে। প্রথমেই রোগী ও চিকিৎসকের মধ্যে একটা সম্পর্ক গড়ে নিতে হবে। তাহলেই এ রোগের চিকিৎসায় ভালো ফল পাওয়া যাবে।

রোগীর উপসর্গ কমে না বলে রোগী ঘন ঘন চিকিৎসক পরিবর্তন করেন। ঘন ঘন চিকিৎসক পরিবর্তন করলেই ভালো ফল লাভ করা যাবে না, এ কথা রোগীকে বুঝতে হবে। বিদেশি সমীক্ষায় দেখা গেছে, আইবিএস রোগীদের মধ্যে ১০ শতাংশ চিকিৎসকের কাছে যান। অধিকাংশ রোগী সামান্য ব্যবস্থায়ই উপশম লাভ করেন। কিন্তু তাঁদের ২৫ শতাংশ রোগীর উপসর্গের কোনো পরিবর্তন হয় না। এমনকি তাঁদের অবস্থা আগের চেয়েও খারাপ হতে পারে।

বর্তমানে আইবিএসের চিকিৎসা উপসর্গভিত্তিক এবং চিকিৎসা মূলত নির্ভর। ডায়রিয়াপ্রবণ আইবিএস (IBS-D), কোষ্ঠকাঠিন্যপ্রবণ আইবিএস (IBS-C) ও উভয় লক্ষণ থাকলে (IBS-M) সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। আইবিএস চিকিৎসায় কোনো একক ওষুধ সম্পূর্ণরূপে কার্যকরী নয়।
প্রথমত, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। দুধ ও দুধজাতীয় খাবার রোগীর উপসর্গ বাড়িয়ে দেয়। তাই এগুলো পরিহার করতে হবে। খাবার খাওয়ার সময় লক্ষ করুন কোন খাবারগুলো আপনার উপসর্গ বাড়িয়ে দেয়, সেগুলো পরিহার করুন।

মানসিক চাপ কমাতে হবে। এমনকি মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হবে। ব্যায়াম করতে পারেন অথবা মনকে আনন্দ আর প্রশান্তি দিতে পারে এমন কিছু করতে পারেন। রিলাক্সেশনথেরাপির মাধ্যমে মানসিক চাপ কমানো যেতে পারে।

আইবিএসডির ক্ষেত্রে লোপেরামাইড, ডাইফেনোঅক্সালেট, অক্সিফেনোনিয়াম প্রভৃতি ওষুধ ব্যবহার করা হয়। এ ওষুধগুলো অন্ত্রের নাড়াচাড়া কমানোর মাধ্যমে কাজ করে।

আইবিএসসির ক্ষেত্রে বিভিন্ন ধরনের লেক্সোটিভ-জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। ইসবগুলের ভুসি ও অন্য আঁশ এ ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে।

যেসব রোগীর ক্ষেত্রে পেটে ব্যথা, আইবিএসের সবচেয়ে উল্লেখযোগ্য উপসর্গ সে ক্ষেত্রে অ্যান্টিস্পাসমোডিক্স-জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। এগুলো অন্ত্রের সংকোচন কমানোর মাধ্যমে কাজ করে।

আইবিএস রোগীদের সুস্থ থাকতে হলে ওষুধ ব্যবহারের আগে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিতে হবে।

Write a Comment